বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাকিবুল হলেন দুরন্ত মাউন্টেন বাইক রেস ২০২১ বিজয়ী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ২০, ২০২১ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন আয়োজিত ‘মুজিব শতবর্ষ দুরন্ত মাউন্টেন বাইক রেস ২০২১’ এ রাকিবুল ইসলাম চ্যাম্পিয়ন হয়েছেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি তার হাতে প্রাইজ মানি ৩০ হাজার টাকা, মেডেল এবং একটি মাউন্টেন বাইক তুলে দেন।

প্রতিযোগিতায় ২য় হয়েছেন সায়েম মাহমুদ এবং ৩য় পুরষ্কার জিতেছেন শাহদাত হোসেন। তাদেরকে যথাক্রমে ২০ ও ১০ হাজার টাকা প্রাইজ মানি ও ১টি করে মেডেল দেয়া হয়।

শনিবার ২০ নভেম্বর এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ৫ জন নারী বাইকারসহ বিভিন্ন জেলার ১০০ জন বাইকার অংশ নেন। তারা ১০০ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে।

শনিবার ভোর ৭ টায় স্টার্টিং পয়েন্ট শহরের রাজার মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগীতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী এবং দুরন্ত সাইকেলের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় পাহাড়ি জেলা বান্দরবানে আয়োজিত দেশের প্রথম মাউন্টেন বাইক প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর দুরন্ত সাইকেল ছাড়াও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘের সহযোগীতা সংস্থা ইউএনডিপি-সিএইচটিডিএফ কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিল।