বান্দরবানবৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রুমা ও আলীকদমে একদিনের জন্য পর্যটক ভ্রমণ নিষিদ্ধ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৬, ২০২১ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

চলমান ইউপি নির্বাচন উপলক্ষে ২৭ নভেম্বর রাত ১২টা থেকে ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত রুমা ও আলীকদম উপজেলায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ নভেম্বর আলীকদম উপজেলার ৪টি ইউনিয়ন এবং রুমা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্পটগুলোর মধ্যে আলী সুড়ঙ্গ, ডিম পাহাড়, কুরুকপাতা-পোয়ামুহূরী পাহাড়ি সড়ক, দেশের সর্বোচ্চ সড়কপথ আলীকদম-থানচি সড়ক ও তমাতুঙ্গী এবং রুমা উপজেলার বগালেক, মুনলাই পাড়া, রিজুক ঝর্ণা, কেওক্রাডং, তাজিংডংসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এ ২টি উপজেলায় অবস্থিত।