বান্দরবানবৃহস্পতিবার, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রুমা ও আলীকদম উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৮, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রবিবার ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বান্দরবানের রুমা উপজেলার ৪টি ইউনিয়নের ৩টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন। তবে পাইন্দু ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনীত সাপত্লং  বমকে হারিয়ে বিদ্রোহী প্রার্থী উ হ্লা মং তার পদ রক্ষা করে আবারো নির্বাচিত হয়েছেন।

উপজেলা নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষিত ফলাফলে সদর ইউনিয়নে শৈমং মারমা (৩৪৯৫), রেমাক্রি প্রানসা ইউনিয়নে জিরা বম (১২৭৭) এবং গ্যালেঙ্গা ইউনিয়নে মেনরত ম্রো (১৮৫২) বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তারা সবাই নৌকা প্রতীকের প্রার্থী।

৪টি ইউনিয়নের মধ্যে গ্যালেঙ্গা ইউনিয়ন ছাড়া অন্য ৩টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানগণই বিজয়ী হয়েছেন।

এদিকে আলীকদম উপজেলার সদর ইউনিয়নে নৌকা প্রতীকের মোঃ নাসির উদ্দিন (৩৩২১), বিদ্রোহী আনোয়ার জিহাদ (৩০২২), চৈক্ষং ইউনিয়নে বিরোধী সমর্থক জয়নাল আবেদীন (৩৪১৮), ফেরদৌস রহমান (৩১৮৫), নয়াপাড়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী কফিল উদ্দিন (২৪৩৩), ফোগ্য মারমা (১৯৫৪) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তবে এখনো চূড়ান্ত হয়নি কুরুকপাতা ইউনিয়নের ফলাফল। এই ইউনিয়নে নৌকা প্রতীকের ক্রাতপুং ম্রো এগিয়ে আছে।

রুমা উপজেলা :
পাইন্দু ইউনিয়ন
বিজয়ী : উহ্লামং মারমা (১৬৮৩) – (বিদ্রোহী)
নিকটতম : সাপত্লং  বম (১৫৩১) – (নৌকা)

সদর ইউনিয়ন :
বিজয়ী : শৈ মং মারমা (নৌকা) – (৩৪৯৫)
নিকটতম : চিং সা থোয়াই মারমা (স্বতন্ত্র) – (২৩৩৬)

রেমাক্রী-প্রানশা ইউনিয়ন :
বিজয়ী : জিরা বম (নৌকা) – (১২৭৭)
নিকটতম : ইউজিং ত্রিপুরা (স্বতন্ত্র) – (১০০১)

গ্যালেঙ্গা ইউনিয়ন :
বিজয়ী : মেনরত ম্রো (নৌকা) – (১৮৫২)
নিকটতম : অনচন্দ্র ত্রিপুরা (স্বতন্ত্র) – (১০২৯)

আলীকদম উপজেলা :
সদর ইউনিয়ন :
বিজয়ী : মোঃ নাসির উদ্দিন (নৌকা) – (৩৩২১)
নিকটতম : আনোয়ার জিহাদ (বিদ্রোহী) – (৩০২২)

চৈক্ষ্যং ইউনিয়ন :
বিজয়ী : জয়নাল আবেদীন (বিরোধী সমর্থক) – (৩৪১৮)
নিকটতম : ফেরদৌস রহমান (নৌকা) – (৩১৮৫)

নয়াপাড়া ইউনিয়ন :
বিজয়ী : কফিল উদ্দিন (বিদ্রোহী) – (২৪৩৩)
নিকটতম : ফোগ্য মারমা (নৌকা) – (১৯৫৪)

কুরুকপাতা ইউনিয়ন :
পাওয়া যায়নি।