বিদ্যুৎ বিহীন এলাকায় বিকল্প উপায়ে কৃষি পণ্য সংরক্ষণের উপায় খুঁজে পেতে বান্দরবান-থানচি সড়ক সংলগ্ন ম্রোলং পাড়ায় সোলার চালিত একটি কোল্ড স্টোরেজ কেন্দ্র চালু হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শনিবার ৪ ডিসেম্বর বিকেলে এই কোল্ড স্টোরেজ সেন্টার উদ্বোধন করেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি-সিএইচটিডিএফ যৌথ উদ্যোগে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করেছে।
বেশ কয়েকটি সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে ব্যাটারিতে সংরক্ষণ করে তা দিয়ে এয়ার কন্ডিশনারের মাধ্যমে শীতাতপ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে।
প্রকল্প উদ্বোধন করে পার্বত্য মন্ত্রী বলেন, এই পাইলট প্রকল্প সফল হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃষি প্রধান প্রান্তিক এলাকাগুলোতে সোলার প্যানেল চালিত কোল্ড স্টোরেজ সেন্টার স্থাপন করা হবে।