বান্দরবান সেনানিবাস সংলগ্ন সেভেন ফিল্ড এ্যাম্বুলেন্স (সামরিক হাসপাতাল) নতুন ভবনে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি রবিবার ৫ ডিসেম্বর দুপুরে নতুন হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন।
বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এবং সেভেন ফিল্ড এ্যাম্বুলেন্স এর ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর ডা. আনোয়ার এসময় উপস্থিত ছিলেন।
এই হাসপাতাল ভবন নির্মাণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রায় সোয়া ৪ কোটি টাকা এবং কারিগরি সহায়তা প্রদান করেছে। এই হাসপাতালে সামরিক সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণকেও নিয়মিত চিকিৎসা সেবা দেয়া হয়।