ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড উপলক্ষে বৃহস্পতিবার ৯ ডিসেম্বর সকালে জেলা স্বাস্থ্য বিভাগের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. অংসুইপ্রু এতে সভাপতিত্ব করেন। বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু এবং সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা সা শুই চিং প্রু মারমা এসময় উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, ৬৬ হাজার ৩১৩ জন শিশুকে এবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ১২ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ৫৭ হাজার ৩৮৭ জন এবং ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ৮ হাজার ৯২৬ জন শিশু রয়েছে।
সিভিল সার্জন জানান, মোট ৮৩১ টি পয়েন্টে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকসহ মোট ১০২৭জন শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবে।
তিনি জানান, প্রথম রাউন্ডে শতকরা ৯৮ ভাগ সফলতা অর্জন করা গেছে। দ্বিতীয় রাউন্ডে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের কর্মসূচি রয়েছে।