বান্দরবানবৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সড়ক বিভাগের পাঁকা সেতু নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন সড়কে বেইলী ব্রীজে পরিবর্তে পাঁকা সেতু নির্মাণ কর্মসূচির আওতায় বান্দরবান-রোয়াংছড়ি-রুমা সড়কের ৮ কিলোমিটার পয়েন্টে হানসামা পাড়ায় পিসি গার্ডার বিশিষ্ট পাঁকা সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আজ শুক্রবার ১০ ডিসেম্বর সকালে সেতু নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন। বান্দরবান সদর উপজেলা ও রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোছলেহ উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

পরে তিনি সেতু এলাকায় স্থানীয় জনগণের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

সড়ক বিভাগ প্রায় ১০ কোটি টাকায় ৫০ মিটার দীর্ঘ ও সোয়া ১০ মিটার প্রশস্থ এই সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। ২০২২ সালে সেতু নির্মাণ কাজ শেষ হলে পর্যটন সম্ভাবনাময় রোয়াংছড়ি এবং রুমায় যাতায়াত সহজতর হবে বলে আশা করা হচ্ছে।