বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্বিত্তের গুলিতে পল্লী চিকিৎসক আহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৯, ২০২১ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের পূনর্বাসন চাকমা পাড়া এলাকায় দুর্বিত্তের গুলিতে বোধিপ্রিয় চাকমা (৩৫) নামের এক পল্লী চিকিৎসক আহত হয়েছেন। শনিবার ১৮ ডিসেম্বর সকালে এ ঘটনা ঘটে।

জেলা সদর থানার ওসি মো: রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কয়েকজনের একটি দল বোধিপ্রিয় চাকমা’র ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বোধিপ্রিয়কে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম জেলার লোহাগাড়া হাসপাতালে নিয়ে যায়।
তবে কে বা কারা তার উপর হামলা চালিয়েছে- তদন্তের আগে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে সম্মত হননি।

সবশেষ খবর অনুযায়ী, লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুলিবিদ্ধ বোধিপ্রিয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।