বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৯, ২০২১ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান পার্বত্য জেলার লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ রবিবার ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেছেন।

রবিবার সকালে কালেক্টরেট সভা কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি তাদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুস ফরায়েজী এবং জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম উপস্থিত ছিলেন।

গত ১১ নভেম্বর প্রথম দফায় নির্বাচনে লামা উপজেলার ৭টি এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন করা হয়।