বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি উপজেলায় ইউপি নির্বাচনের কারণে ২৫ ডিসেম্বর ভোর ৬টা থেকে ২৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
চতুর্থ দফায় আগামী ২৬ ডিসেম্বর থানচি উপজেলার ৪টি ইউনিয়ন এবং রোয়াংছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর সন্ধ্যায় সংশ্লিষ্ট উপজেলা সমূহের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পর্যটকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
থানচি উপজেলায় তিন্দু, রেমাক্রি জলপ্রপাত, ডিম পাহাড়, তমাতুঙ্গিসহ বেশ ক’টি আকর্ষনীয় পর্যটন কেন্দ্র রয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে রোয়াংছড়ি উপজেলার দেবতাকুমসহ আরো কয়েকটি স্পট পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
এর আগে ইউপি নির্বাচনকে উপলক্ষ্য করে রুমা, লামা ও আলীকদমে পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।