বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, করোনা একটি ভয়াবহ রোগ। এটি দেখা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু এতে মানুষকে আক্রান্ত করে, প্রাণও কেড়ে নেয়। তাই করোনা থেকে সবাইকে সুরক্ষা প্রয়োজন।

বীর বাহাদুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশে করোনার টিকা অনেক দেশের আগেই শুরু হয়েছে। প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম কোথাও শেষ, কোথায় চলমান। প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা যাঁরা সম্পন্ন করেছেন তাঁদেরকে করোনা থেকে অধিক সুরক্ষার জন্য বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) টিকা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

বান্দরবানেও এ কার্যক্রম শুরু হয়েছে। তাই প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ সম্পন্নকারীদের বুস্টার ডোজ টিকা গ্রহণ করা প্রয়োজন।

রোববার সকাল ৯টায় বান্দরবান সদর হাসপাতালে বুস্টার ডোজ টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা এবং অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজী।

সিভিল সার্জন ডা. অংসুই প্রু জানান, প্রথম পর্যায়ে কেবলমাত্র সদর হাসপাতালের টিকা কেন্দ্রে বুস্টার ডোজ টিকা দেয়া হবে। শুক্রবার ছাড়া প্রতিদিনই বুস্টার ডোজ টিকা দেয়া হবে। এছাড়া প্রথম ও দ্বিতীয় ডোজ এবং শিক্ষার্থীদের ফাইজার টিকা কার্যক্রমও চলমান থাকবে।

তিনি জানান, রোববার বুস্টার ডোজ টিকা কার্যক্রম উদ্বোধনের পর পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রথমে টিকা নেন। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজী এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মংটিংঞো-ও বুস্টার ডোজ টিকা গ্রহণ করে।

পরে সাধারণের জন্য বুস্টার ডোজ টিক্র কার্যক্রম শুরু হয়। শুক্রবার ছাড়া প্রতিদিনই বান্দরবান সদর হাসপাতালে বুস্টার ডোজ টিকা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সিভিল সার্জন জানান।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়, তাদের কাছে বর্তমানে সিনোফাম টিকার ২ লাখ ২০ হাজার ৫৪৫ ডোজ মজুত রয়েছে এবং ফাইজার টিকার ১৪ হাজার ৬৮৫ ডোজ মজুত রয়েছে। এই টিকা থেকেই বুস্টার ডোজ হিসেবে টিকা দেওয়া হবে।