বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ২০, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বান্দরবান স্টেডিয়ামে শুক্রবার ২০ মে বিকেল থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আকতার এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী উপস্থিত ছিলেন।

স্বাগতিক বান্দরবান জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৮টি ফুটবল ক্লাব এতে অংশ নিচ্ছে।

উদ্বোধনী দিনের খেলায় ফেনী জেলা ফুটবল দল এবং চকরিয়া শেখ জামাল ক্লাব অংশ নেয়। এতে ৩-০ গোলে চকরিয়া শেখ জামাল ক্লাব জয়লাভ করে সরাসরি সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

শনিবার ২১ মে অনুষ্ঠেয় খেলায় বান্দরবান কিংস অব বনরূপা এবং পটিয়া ফুটবল একাডেমী পরস্পরের মুখোমুখি হবে।