বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় বান্দরবান কিংস অব বনরূপা ৬-১ গোলে পটিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
খেলার প্রথম ভাগে বান্দরবান কিংস অব বনরূপা ৩-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো খেলে ১ গোল পরিশোধ করতে পারলেও জয় পরাজয়ের ফলাফলে তা কোনো প্রভাব ফেলতে পারেনি।
বান্দরবান কিংস অব বনরূপার খেলোয়াড় সোলায়মান টুর্নামেন্টের প্রথম হ্যাট্টিক করেন।
আগামীকাল রবিবার রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি এবং শ্রীমঙ্গল ফুটবল একাডেমী পরস্পরের মুখোমুখি হবে।