বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটির বড়খোলায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও বৌদ্ধ বিহারে মতবিনিময়

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ২৩, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সরকার সব প্রান্তিক এলাকাকে সড়ক নেটওয়ার্কের আওতায় এনে দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোকে প্রধান সড়কের সাথে সংযুক্ত করার কাজ চলছে।

শনিবার ২১ মে বিকেলে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক সংলগ্ন বড়খোলা এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৪টি সেতুসহ গ্রামীণ সড়ক এবং ৫০ লাখ টাকা ব্যয়ে বড়খোলা বৌদ্ধ বিহারের নবনির্মিত চেরাং ঘর উদ্বোধনের পর বৌদ্ধ বিহারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং বান্দরবান ও রাঙ্গামাটির সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।