বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

থানচিতে সামরিক জীপ দুর্ঘটনায় কর্পোরাল নিহতঃ আহত ৩

প্রতিবেদক
বার্তা বিভাগ
আগস্ট ১৬, ২০২২ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের থানচি-আলীকদম সড়কে একটি সামরিক জীপ উল্টে গিয়ে এক সেনা সদস্য নিহত এবং ৩জন আহত হয়েছে।
মঙ্গলবার ১৬ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদর থেকে ১০৫ কিলোমিটার দূরে হেডম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
থানচি থানার ওসি সুদীপ রায় দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত কর্পোরাল শিমুল এবং আহতরা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্যাটেলিয়ন (ইসিবি)- এ কর্মরত।
স্থানীয় সূত্র জানায়, থানচি-আলীকদম সড়ক পথে আসার সময় হেডম্যান পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামরিক জীপটি উল্টে যায়। এতে কর্পোরাল শিমুল ঘটনাস্থলেই নিহত হয়। গাড়ির চালক কর্পোরাল প্রবীর এবং অপর দু’সৈনিক আহত হয়।
খবর পেয়ে থানচি থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ সদস্যরা ছুটে এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।
পুলিশ জানায়, আহতদের প্রথমে থানচি উপজেলা কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজারের রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।