বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) এর উদ্যোগে কলা গাছের আঁশ থেকে সুতা তৈরি ও তা দিয়ে বিভিন্ন হস্তশিল্প পণ্য উৎপাদন বিষয়ক ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার ২৫ আগস্ট থেকে বান্দরবান উইম্যান চেম্বার অব কমার্স মিলনায়তনে শুরু হয়েছে।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বৃহস্পতিবার সকালে কর্মশালার উদ্বোধন করেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) পক্ষ থেকে জানানো হয়, ৫দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেয়া ৩০ জন নারী উদ্যোক্তাকে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে।