বান্দরবানের নবাগত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেছেন, উদার পাহাড়ের মত সর্বোচ্চ নাগরিক সেবা দিয়ে জেলা পুলিশের মর্যাদাকে শিখরে নিয়ে যাবো।
শনিবার ২৭ আগস্ট সকালে বান্দরবান সদর থানা মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার তার প্রত্যাশার কথা জানান।
তিনি বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে অপরাধের ধরণও পাল্টে গেছে। তাই অপরাধ নির্মুল করতে হলে পুলিশ সদস্যদেরও যুগোপযোগী প্রশিক্ষণ এবং জ্ঞান দরকার।
নবাগত পুলিশ সুপার বলেন, বহু জাতি স্বত্ত্বা ও বহু ভাষাভাষী মানুষের বসবাস এবং পর্যটন সম্ভাবনাময় এই জেলার সার্বিক পরিস্থিতির উন্নয়নে সকলের সহযোগিতা দরকার।
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ এতে বক্তব্য দেন।
অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, বান্দরবান সদর থানার ওসি এবং পুলিশের সিনিয়র অফিসারগণ এ সময় উপস্থিত ছিলেন।