বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ওপার থেকে নিক্ষিপ্ত ২টি মর্টার শেল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির তমব্রু এলাকায় এসে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ২৮ আগস্ট দুপুর আড়াইটার দিকে একটি মর্টার শেল সীমান্তের জিরো লাইন থেকে আধা কিলোমিটার ভেতরে বাংলাদেশ অংশের তমব্রু উত্তরপাড়া মসজিদের পাশে অন্যটি মসজিদ থেকে প্রায় ৭০০ ফুট দূরে পড়েছে। মর্টার শেলগুলো বিস্ফোরিত না হয়ে মাটিতে পুঁতে যাওয়ায় কেউ হতাহত হয়নি বা কোনো ধরণের বিপদ ঘটেনি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ৩৪ ও ৩৫ এ মধ্যবর্তী এলাকার বিপরীতে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তমব্রু রাইট ক্যাম্প থেকে মর্টার শেলগুলো নিক্ষিপ্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।
বান্দরবানের পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম জানান, জিরো লাইন থেকে আধা কিলোমিটার ভেতরে মর্টার শেলগুলো এসে পড়েছে। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের কিছু নেই। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং পুলিশ সদস্যরা সেখানে নিয়মিত টহল দিচ্ছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, গত ৩ সপ্তাহ ধরে সীমান্তের ওপারে মায়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এবং সেদেশের সন্ত্রাসীদের মধ্যে সশস্ত্র সংঘাত ঘটছে। ওপারের গোলাগুলির আওয়াজ এ পাড় থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। এ অবস্থায় ঘুমধুম ও তমব্রু এলাকার জনগণ এবং কোনারপাড়ায় অবস্থিত রোহিঙ্গা শিবিরে আশ্রিতরা উৎকন্ঠায় আছে।