বান্দরবানবুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খোলা বাজারের চাল বিক্রি শুরু

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি- ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এর আওতায় বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর থেকে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বৃহস্পতিবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন।
পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম এবং বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য বিভাগ জানায়, নতুন এই কর্মসূচির আওতায় প্রতি ওয়ার্ডে প্রতিদিন ৪০০ জনের কাছে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল বিক্রি করা হবে।