বান্দরবানের রুমা উপজেলায় এক জুমিয়া মারমা পরিবারের গৃহবধুকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদর ইউনিয়ন পরিষদের চৌকিদার অংক্যসিং মার্মা (৩৭) বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করেছে।
নির্যাতিতা নারীর অভিযোগপত্রের ভিত্তিতে রুমা চর উপর পাড়া থেকে পুলিশ তাকে আটক করে।
রুমা থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ব্যাপারে রুমা থানায় একটি (মামলা নংঃ ২৮৬/২০২২, তারিখঃ ০১/০৯/২০২২) রুজু করা
মামলার বিবরণে বলা হয়, গত ১২ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে জুম ক্ষেতে কাজ করার সময় একই গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের চৌকিদার অংক্যসিং মার্মা তাকে ডেকে নিয়ে জোর করে পাশের সেগুন বাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। সামাজিক লজ্জার ভয়ে তিনি এতদিন বিষয়টি গোপণে রেখেছেন। বিষয়টি কয়েকজনকে জানালে তারা আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। সে কারণে বিলম্বে হলেও ন্যায় বিচার পাওয়ার আশায় তিনি থানায় এসে মামলা রুজু করেছেন।
এদিকে রুমা থানা পুলিশ শুক্রবার ২ সেপ্টেম্বর বিকেলে গ্রেপ্তারকৃত আসামী অংক্যসিং মার্মাকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সাব ইন্সপেক্টর আদুর রহমান জানান, ভিকটিমকে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়ে মেডিকেল চেক আপ করানো হয়েছে।