বান্দরবান জেলা সদরের রাজগুরু বৌদ্ধ বিহার এলাকায় ন্যায্য মূল্যে বিক্রির জন্য বরাদ্দ করা চাল মজুদ ও বিক্রি করার অপরাধে মধু দাশ নামের এক মুদি দোকানীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর বিকেলে এ ঘটনা ঘটে।
অনুমোদিত ডিলারের বাইরে একটি মুদি দোকানে খোলা বাজারে বিক্রির জন্য বরাদ্দ করা চাল চড়া মূল্যে বিক্রি করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ ওই দোকানে অভিযান চালিয়ে ১২ বস্তা সরকারি চাল জব্দ করে।
এ সময় দোকানী মধু দাশ জানান, তিনি নিজ দোকানে বিক্রির জন্য একজন চাল ব্যবসায়ীর কাছ থেকে ১৮ বস্তা চাল ক্রয় করেছেন। ইতোমধ্যে ৬ বস্তা চাল বাজার দর অনুযায়ী বিক্রি করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত দোকানীকে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন এবং ১২ বস্তা চাল জব্দ করার নির্দেশ দেন।#