বান্দরবানবৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২২, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান কালেক্টরেট চত্ত্বরে ১ মাসব্যাপী বাণিজ্য মেলা বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। বান্দরবান জেলা উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং ডিপিএস যৌথভাবে এ মেলার আয়োজন করে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বৃহস্পতিবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, বান্দরবানের পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এবং বান্দরবান উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি লালছানি লুসাই উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির ভাষণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, জীবনের সকল ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ এবং সমানাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের জন্য বিশেষ ব্যাংক ঋণ সুযোগ প্রদান করা হচ্ছে।

মন্ত্রী বলেন, এই বাণিজ্য মেলায় বিশেষ করে নারী নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠানসমূহের শিল্পজাত পণ্য এবং হস্তশিল্প পণ্য বাজারজাত করার সুযোগ সৃষ্টি হয়েছে।

পরে মন্ত্রী বাণিজ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ৪৫টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে মেলার প্রথমদিনে বিপুল সংখ্যক দর্শক, ক্রেতার ভীড় লক্ষ্য করা গেছে।