বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৩, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আন্তধর্ম ও আন্ত-সাংস্কৃতিক সম্পর্ক সমন্বত রাখার অভিপ্রায়ে এক সম্প্রীতির সম্মেলন বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় কালেক্টরেট চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগ সভাপতি ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী বক্তব্য রাখেন।

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা সম্প্রীতির সম্মেলনে উপস্থিত থেকে জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার অঙ্গীকার করেন।