পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ধর্মে ধর্মে সম্প্রীতি সৃষ্টির মাধ্যমে সমাজে স্থিতিশীলতা গড়ে তোলা সম্ভব।
রবিবার সকালে বান্দরবান জেলার আলীকদমে ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মেরিংচর পাড়া বৌদ্ধ বিহার আশ্রমের ছাত্রাবাস ও আলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উপাসনালয় ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর বাহাদুর উশৈসিং এ কথা বলেন।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্প দু’টি বাস্তবায়ন করে।