বান্দরবানমঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৭টায়

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুন ২, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান জেলা ঈদ জামাত কমিটির সভা রবিবার বান্দরবান কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি ও বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

সভায় পবিত্র ঈদুল আজহার দিনে কোরবানি পশু জবাই করার ক্ষেত্র নির্ধারণ এবং কোরবানির পরপরই বর্জ্য অপসারণের জন্য বান্দরবান পৌরসভাকে দায়িত্ব অর্পন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৭টায় জেলার প্রথম ঈদ জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবং একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।

বান্দরবান পৌরসভার মেয়র মো. সামশুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুমসহ কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।