আফ্রিকান অঞ্চলের সহযোগী দল উগান্ডার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে শক্তিমত্তার প্রমাণটা ভালোভাবেই দিল আফগানিস্তান। প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা উগান্ডাকে পাত্তাই দেয়নি রশিদ খান অ্যান্ড কোং। আফ্রিকান দেশটিকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের চতুর্থ বৃহত্তম জয়। ব্যাটিংয়ে রহমানউল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরানের ফিফটির পর ফজল হক ফারুকির ৫ উইকেট নিশ্চিত করেছে আফগানদের বড় জয়।
সংক্ষিপ্ত স্কোরঃ আফগানিস্তান ১৮৩/৫(২০), গুরবাজ ৭৬ (৪৫) ও ইব্রাহিম ৭০ (৪৬)
উগান্ডা ৫৮/১০ (১৬্), ফারুকী ৫/৯(৪)