বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভা বুধবার (১২ জুন) বান্দরবান কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা প্রশাসন এবং কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বান্দরবান জেলা শাখা যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল করিম, ক্যাব বান্দরবান জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম মনু, বান্দরবান চেম্বার অব কমার্সের পরিচালক অমল দাশ বক্তব্য রাখেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা, বাজার কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা ও সেনেটারি ইন্সপেক্টরগণ মত বিনিময় সভায় অংশ নেন।