বান্দরবানের রুমা থেকে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এর আরো ৩ সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রুমা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা।
বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ নিয়ে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, সরকারি অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজার অপহরণ ও ‘কেএনএফ’ সংশ্লিষ্টতায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাড়ালো ৯৯ জনে। এদের মধ্যে ২৫ জন নারী সদস্য রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গ্রেপ্তারকৃত জন পল বম (২৭), জনি লুসাই (৪১) এবং লাল রুবাল খুপ বমকে (৫০) বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়।
বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) বিশ্বজিৎ সিংহ জানান, আসামীদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা এর আদালতে হাজির করা হয়েছে। বিজ্ঞ আদালত প্রাথমিক শুনানী শেষে আসামীদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।