পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় পৌরসভার ৪ হাজার ৬২১ দুঃস্থ পরিবার ১০ কেজি করে বিনামূল্যে চাল পেয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং শনিবার (১৫ জুন) সকালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে উপহারপ্রাপ্ত পরিবারগুলোর কাছে নিজ হাতে চাল বিতরণ করেন।
অনুষ্ঠানে পৌরসভার মেয়র শামসুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ এবং উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা উপস্থিত ছিলেন।