বান্দরবানমঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

থানচিতে নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ১, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের থানচিতে নৌকা ডুবে স্কুলগামী দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পদ্মমুখ সংলগ্ন চিংড়িঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে হরিশচন্দ্র পাড়া থেকে কয়েকজন শিক্ষার্থী নৌকাযোগে রুনাধন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলো। নৌকাটি চিংড়িঝিরি এলাকায় পৌছলে প্রবল স্রোতে উল্টে যায়। এসময় অন্যেরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও শান্তি রানী ত্রিপুরা (১০) এবং ফুলবানী ত্রিপুরা (৯) স্রোতে ভেসে যায়।

তিনি জানান, নিখোঁজ দুই শিশু শিক্ষার্থীকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। সবশেষ আজ রাত ৮টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, নিখোঁজ দুই শিশুর উদ্ধারের ব্যাপারে খোঁজ রাখা হচ্ছে।