বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নৌকাডুবিতে নিখোঁজ এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ৯, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের থানচিতে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া শিশু শিক্ষার্থী শান্তি রানি ত্রিপুরার (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরেক শিশু শিক্ষার্থী ফুলবানী ত্রিপুরা (৯)।

সোমবার ৮ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে তিন্দু ইউনিয়নের ক্র্যক্ষ্যং পাড়ার সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্র্যক্ষ্যং পাড়ার সাঙ্গু নদীতে একজনের মরদেহ ভেসে থাকতে দেখে তীরে নিয়ে আসে স্থানীয়রা। ফায়ার সার্ভিস ও নিখোঁজদের স্বজনরা এসে মরদেহটি শান্তি রানি ত্রিপুরার বলে শনাক্ত করে।

তিনি জানান, নিহত শিশু শিক্ষার্থী শান্তি রানি ত্রিপুরার মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ আরেক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

গত সোমবার ১ জুলাই সকালে থানচি উপজেলার পদ্মমুখ সংলগ্ন চিংড়িঝিরি এলাকায় নৌকাযোগে স্কুলে যাবার সময় প্রবল স্রোতে নৌকা উল্টে ডুবে ওই দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হন।