বান্দরবানবৃহস্পতিবার, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৯০০ সালের হিল ট্র্যাক্টস রেগুলেশন বহাল রাখার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ৯, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

প্রায় সোয়া শ’বছর যাবৎ বিদ্যমান পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন-১৯০০ বহাল রাখার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম হেডম্যান-কার্বারী ঐক্য পরিষদ।

এই দাবিতে মঙ্গলবার বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে মানববন্ধন এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন করেছে সংগঠনের বোমাং সার্কেল শাখা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের বান্দরবান শাখার সভাপতি হ্লা থোয়াই হ্রী হেডম্যান (Hla Thoai Hri) এবং উনিহ্লা হেডম্যান (Uni Hla)।

এ সময় তারা বলেন, ১৯০০ সালের হিল ট্র্যাক্টস ম্যান্যুয়েল বা পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন নিয়ে উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। তারা দাবি করেন, বিদ্যমান এই রেগুলেশন বাতিল হলে পাবর্ত্য চট্টগ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিস্বত্ত্বাগুলোর অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।

পরে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি পেশ করেন।