বান্দরবানবৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে কারফিউ প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসনঃ জনজীবনে স্বস্তি

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ২৩, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের অরাজক পরিস্থিতিতে জনগণের জানমাল ও জাতীয় সম্পদ রক্ষায় সারাদেশে জারি করা অনির্দিষ্টকালের কারফিউ বান্দরবান জেলায় মঙ্গলবার সকাল থেকে প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন।

বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিন জানান, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় নিরাপত্তা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে সাময়িকভাবে মঙ্গলবার সকাল থেকে বান্দরবান জেলায় কারফিউ প্রত্যাহার করা হয়েছে।

এদিকে কারফিউ প্রত্যাহার করায় মঙ্গলবার সকাল থেকে জনজীবন স্বাভাবিক হয়ে উঠছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো একে একে খুলতে শুরু করেছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল) এর ইন্টারনেট চালু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে ইন্টারনেট ব্যবহারকারীরা। তবে এই ইন্টারনেটের গতি খুব স্লো (ধীরগতি) হওয়ায় সবগুলো সাইট খুলছে না। ব্যবহার করা যাচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যম। শুধুমাত্র গুগল মেইলে (জি-মেইল) মেসেজ পাঠানো যাচ্ছে।

কারফিউ চলাকালে সামরিক বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও এপিবিএন এর সদস্যরা জেলা সদরসহ উপজেলা এলাকাগুলোতে নিয়মিত টহল দেয়ায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে জানা গেছে, জেলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থাকা কেউ এসে যেন এখানে আশ্রয় নিতে না পারে সেদিকে কড়া দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছেন বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি।