বান্দরবানবৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিরাট জয়ে এশিয়া কাপের সেমিতে বাংলাদেশের মেয়েরা

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ২৫, ২০২৪ ১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

বুধবার (২৪ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় মালয়েশিয়াকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ অধিনায়ক টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তাঁর দল নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। এই স্কোর এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর। বর্তমান টুর্নামেন্টে এটি দ্বিতীয় সর্বোচ্চ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করতে পারে মালয়েশিয়ার মেয়েরা।

এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। সেমিফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ ভারত।

বাংলাদেশের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় মালয়েশিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই আইন্না হামিজাহকে ভেড়ান জাহানারা আলম। রানের খাতা খুলতে ব্যর্থ হন হামিজাহ।

আরও পড়ুন: মুরশিদা-জ্যোতির তাণ্ডবে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

পাওয়ার প্লেতে বেশ ধীর গতিতে ব্যাট করছিল মালয়েশিয়া। তাতেও অবশ্য উইকেট বাঁচাতে পারেনি তারা। ষষ্ঠ ওভারে এলসা হান্টারকে ফেরান নাহিদা আক্তার। ২৩ বলে ২০ রান করেন হান্টার। এটিই মালয়েশিয়ার পক্ষে সর্বোচ্চ স্কোর।

১১তম ওভারে আঘাত হানেন রিতু মনি। ২৫ বলে ১১ রান করা ওয়ান জুলিয়াকে ফেরান তিনি। পরের ওভারে নাহিদা শিকার করেন উইনিফ্রেড দুরাইসিংঘামকে (৮)।

বল ও রানের ব্যবধান ঘুচানো তো দূরের কথা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। দলীয় ৫৫ রানে আইনা নাজওয়া, ৫৬ রানে আইসা এলেসাকে হারায় তারা।

১৯ ও ২০তম ওভারে হারায় যথাক্রমে মাহিরা ইজ্জাতি ও সুবাইকা মানিভান্নানকে। মাহিরাহ ইজ্জাতি ১৫ রান করেন।

আরও পড়ুন: সেমিফাইনাল নিশ্চিতের মিশনে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

বাংলাদেশের পক্ষে নাহিদা ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। রুমানা বাদে এদিন বাংলাদেশের সকল বোলারই উইকেট পেয়েছেন।

এর আগে ব্যাট করতে নেমে মুরশিদা খাতুনের ৫৯ বলে ৮০ ও অধিনায়ক জ্যোতির ৩৭ বলে ৬২ রানের ইনিংসে ভর করে ১৯১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে ২০ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন দিলারা আক্তার।

সূত্রঃ সময় নিউজ।