বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লাগাতার বর্ষণে লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদমে বন্যা

প্রতিবেদক
বার্তা বিভাগ
আগস্ট ১, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

গত ৩ দিনের লাগাতার বর্ষণে পার্বত্য জেলা বান্দরবানের দক্ষিণ-পূর্বাংশের লামা, নাইক্ষ্যংছড়ি এবং আলীকদম উপজেলার বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়েছে।

এর ফলে আলীকদম-লামা-ফাঁসিয়াখালি সড়ক এবং গর্জনিয়া-নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে পানি উঠেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, লামা উপজেলায় গত ২৪ ঘন্টায় ১৮২ দশমিক ৫ মিলিমিটার এবং বান্দরবানে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এর ফলে বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল ৯টায় নেয়া রেকর্ড অনুযায়ী মাতামুহুরী নদীর লামা পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে (বিপদসীমা ১১ দশমিক ৮ এমএসএল) এবং বাকখালি নদীর রামু পয়েন্টে বিপদসীমার কাছাকাছি (৫ দশমিক ৭৯ এমএসএল) পানি প্রবাহিত হচ্ছে।

সাঙ্গু নদীতে পানি বাড়লেও এখনও তা বিপদসীমার অনেক নিচে রয়েছে।

এই নদীর বান্দরবান শহর পয়েন্টে বিপদসীমা হচ্ছে ১৪ দশমিক ৮০ এমএসএল। বৃহস্পতিবার সকাল ৯টায় নেয়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড অনুযায়ী, সাঙ্গুর বান্দরবান শহর পয়েন্টে পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৬ এমএসএল।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বান্দরবানস্থ নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী কালের কন্ঠকে জানান, উজানে ভারী বৃষ্টিপাত হলে সাঙ্গু নদীতে দ্রুত পানি বাড়তে থাকবে এবং যে কোন সময় তা বিপদসীমা অতিক্রম করতে পারে।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন সমূহকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

গত বছরের আগস্ট মাসে লাগাতার বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবান ও লামা শহর ব্যাপকভাবে বন্যা কবলিত হয়।

এদিকে প্রবল বর্ষণজনিত কারণে ভূমিধসের আশংকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে আসার আহবান জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বান্দরবান-কেরানিহাট সড়কের বাজালিয়া পয়েন্টে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে এখনো যানবাহন চলাচল বন্ধ হয়নি।