বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়ন পরিষদে নিবন্ধক নিয়োগ

প্রতিবেদক
বার্তা বিভাগ
আগস্ট ১৮, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদে নিবন্ধক নিয়োগ করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত এক পত্রে নিবন্ধক নিয়োগের কথা জানানো হয়।

১৮ আগস্ট এই পত্র জারী করা হয়। এতে বলা হয়, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য সেবা কার্যক্রম সচল রাখার জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলায় কর্মরত উপজেলা পরিসংখ্যান অফিসার রিমন রুদ্রকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়ন পরিষদের নিবন্ধক নিয়োগ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ইউএনও মোহাম্মদ জাকারিয়া জানান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের গত ১৪ আগষ্ট তারিখের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব প্রদান করা হলো।

স্থানীয় সূত্রগুলো জানায়, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে রাখায় গত দেড় মাস ধরে বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।

ঘুমধুম ইউনিয়ন অফিস সূত্র জানায়, চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হওয়ায় তিনি আত্মগোপনে থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়।

এছাড়া তার বিরুদ্ধে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের ভোটার করার অভিযোগে আরও একটি মামলা রয়েছে।

এদিকে ঘুমধুম ইউনিয়ন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম দাবি করেন, মামলার আইনি মোকাবিলা করে চেয়ারম্যান শীঘ্রই পরিষদে যোগদান করবেন।