বান্দরবান জেলা সদরের তালুকদার পাড়া এলাকায় ঝিরি থেকে ইন্দ্রলাল চাকমা (৬২) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে তুংথং ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার জুম চাষ করতে বাড়ি থেকে বের হন ইন্দ্রলাল চাকমা। কিন্তু কাজ শেষে রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। সারাদিন চেষ্টার পর মঙ্গলবার বিকেলের দিকে তুংথং ঝিরিতে ইন্দ্রলাল চাকমার মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের টিম এসে মরদেহ উদ্ধার করে।
জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রউফ জানান, শরীরে আঘাতের চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে বাড়ি ফেরার পথে ঝিরিতে পড়ে ইন্দ্রলাল চাকমার মৃত্যু ঘটতে পারে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত ইন্দ্রলাল চাকমা সদর ইউনিয়নের পর্যটন এলাকার চাকমা পাড়ার বাসিন্দা।