দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গতদের কাছে পৌঁছে দিতে ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে বান্দরবান জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
শনিবার বিকেলে তারা বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে (নতুন নামকরণ) সাধারণ মানুষের কাছ থেকে বস্ত্র, প্রয়োজনীয় ব্যবহারযোগ্য সামগ্রী এবং নগদ অর্থ গ্রহণ করেছে তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বান্দরবান এরিয়া সমন্বয়ক আমিনুল ইসলাম আসিফ জানান, সংগৃহীত ত্রাণ সামগ্রী তারা বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেবেন।
ছাত্র আন্দোলনের পক্ষে আবদুল্লাহ মোহাম্মদ আলিফ, খালিদ বিন নজরুল ও আব্দুল্লাহ মাওয়াজ সানিম এ সময় উপস্থিত ছিলেন।