বান্দরবানশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পার্বত্য জেলা পরিষদগুলো শীঘ্রই পুনর্গঠন করা হবে- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ২৬, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা বাংলাদেশের সামগ্রিক শান্তি-শৃঙ্খলার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই অঞ্চলের চাঁদাবাজী এবং সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।

সোমবার দুপুরে বান্দরবান সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে কোয়ালিটি এডুকেশনকে আমরা সবচেয়ে অগ্রাধিকার দিতে চাই। এ লক্ষ্যে পার্বত্য জেলা পরিষদগুলোকে আমরা জনপ্রতিনিধিত্বমূলক করতে চাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাজের প্রতি ‘কমিটেডদের’ নিয়ে শীঘ্রই পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠিত করা হবে।

নব্য আঞ্চলিক সশস্ত্র সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এর বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোন প্রকার বিশৃঙ্খলা দেখতে চাই না। এই অঞ্চলে দায়িত্বরত নিরাপত্তা কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে শীঘ্রই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন উপস্থিত ছিলেন।