আওয়ামীলীগ সরকারের সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম তার স্ত্রী ফৌজিয়া ইসলাম এবং সন্তানদের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ এনে তাদের বিচারের দাবিতে বান্দরবান জেলা সদরে মানববন্ধন করেছে লামা উপজেলার সরই ইউনিয়নের দেরাজ মিয়া পাড়ার পাহাড়ি-বাঙালি পরিবারের সদস্যরা।
বুধবার সকালে প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে আয়োজিত মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রধান করা হয়েছে।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে- সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর নামে সরই মৌজায় ২৫ একর জমির লীজ মালিকানা রয়েছে। রাবার চাষের জন্য তিনি এই জমির লীজ নেন। পরে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে ভয়-ভীতি এবং মামলার হুমকি দিয়ে ৫০ বছরেরও অধিক সময় ধরে বসবাসকারি পাহাড়ি-বাঙালি বসতি স্থাপনকারী ২৬টি পরিবারের জমি দখল করে নেয়া হয়। ফৌজিয়া ইসলামের বাগান রক্ষণাবেক্ষণের নামে স্কুলে যাওয়ার রাস্তা এবং জনগণের জমি ও চলাচলের রাস্তা দখল করে নেয়া হয়েছে।
মানববন্ধন থেকে ভূমি জবরদখলকারী সাবেক মন্ত্রী তাজুল ইসলাম, তার স্ত্রী ফৌজিয়া ইসলাম ও তাদের সন্তানদের বিচারের আওতায় নিয়ে আসার পাশাপাশি তাদের সহায়তাকারী স্থানীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়।