বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের থানচিতে সন্দেহভাজন এক কেএনএফ সদস্য আটক

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির সাথে জড়িত ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এর এক সন্দেহভাজন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বলিপাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তৈমুর হাসান খান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে থানচির ব্যাংক ডাকাতির সাথে জড়িত সন্দেহে রাম জা থাং পাতেং (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের শাহজাহান পাড়ার টিএন্ডটি এলাকার একটি বসতবাড়ির খাটের নিচ থেকে তাকে আটক করা হয়।

বলিপাড়া বিজিবি’র ৩৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তৈমুর হাসান খান জানান, গত ৩ এপ্রিল থানচির সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির সাথে জড়িত ছিল বলে তথ্য রয়েছে।

তিনি জানান, আটককৃত ‘কেএনএফ’ সদস্য রাম জা থাং পাতেংকে মঙ্গলবার রাতেই বলিপাড়াস্থ ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাকে হস্তান্তর করা হবে।