শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা সৃষ্টি করে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রায় ৬০০ শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে ১৪৭টি স্টলে নিজ নিজ উদ্ভাবনীমূলক প্রকল্প প্রদর্শন করে। বান্দরবানের রিজিয়ন কমান্ডার এবং ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান বুধবার ১৮ সেপ্টেম্বর সকালে বিজ্ঞানমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে তিনি বান্দরবান শহরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চত্ত্বরে আয়োজিত বিজ্ঞান মেলার বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। অনুষ্ঠানে ব্রিগেড কমান্ডার পত্নী মিসেস মাহমুদা আক্তার এবং বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
পরে বিজয়ী স্টল সমূহের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এবার বাংলা ভার্সনে তৃতীয়-পঞ্চম শ্রেণীর প্রকল্প Automatic Traffic System এবং Curve Rood Safety in Hill Area, ষষ্ঠ-অষ্টম শ্রেণীর প্রকল্প Fire Fighting Drone, নবম-দশম শ্রেণীর Waste to Wealth: Plastic to Petrol Conversion ও একাদশ-দ্বাদশ শ্রেণীর Producing Electricity by Using Roads প্রকল্প প্রথম পুরস্কার এবং ইংরেজী ভার্সন শাখায় তৃতীয়-পঞ্চম শ্রেণীর প্রকল্প Ideal CityPollution Converting and Reducing System ও নবম-দশম শ্রেণীর Eco-Friendly Electricity: A Sustainable Power Source প্রকল্প প্রথম পুরস্কার লাভ করে।