বান্দরবানবৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ: বান্দরবানে পাহাড়ি ছাত্রদের প্রতিবাদ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার ও শুক্রবারে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘাতে হত্যা, অগ্নিসংযোগ এবং উপাসনালয়ে হামলার প্রতিবাদে শুক্রবার সকালে বান্দরবান শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে আদিবাসী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা।

বান্দরবান সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ ব্যানার, প্ল্যাকার্ড, ফ্যাস্টুন নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজার মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে শিক্ষার্থীরা বান্দরবান প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

এ সময় বক্তারা অভিযোগ করেন, কোন ধরনের উস্কানি ছাড়াই ‘বাঙালি স্যাটেলাররা’ বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালা এবং রাতে জেলা সদরে পাহাড়িদের বাড়িঘর, দোকানপাটে হামলা চালিয়েছে। পরদিন শুক্রবার রাঙামাটি শহরের বিভিন্ন বৌদ্ধ উপাসনালয়েসহ দোকান পাটে হামলা চালিয়েছে।

বান্দরবান সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।