বান্দরবানবৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে আটক সন্দেহভাজন ৩২ জঙ্গির জামিন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান থেকে আটককৃত নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ এর ৩২ জনকে জামিন মঞ্জুর করেছে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বান্দরবান জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন জামিনের আবেদন মঞ্জুর করেন।

আসামীপক্ষের আইনজীবী এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী জানান, বিনা অপরাধে নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ এর সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিজ্ঞ আদালত তাদেরকে জামিন মঞ্জুর করেন।

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ইকবাল করিম জানান, আটককৃতদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এর কাছে অর্থের বিনিময়ে প্রশিক্ষণ ও প্রশিক্ষণের ভিডিও রয়েছে। উক্ত প্রমাণাদি নিয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হবো।

আদালত সূত্র জানায়, গত বছর পাহাড়ে গড়ে উঠা স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এর আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ সংগঠনের ৩২ জনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ সদস্যরা। এর মধ্যে বান্দরবানের থানচি উপজেলা থেকে ২১ জন, সদর থেকে ৫জন, রুমা উপজেলা থেকে ৪জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়।