বান্দরবানে মাদক পাচার মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার মামলার এই রায় ঘোষণা করেন বান্দরবানের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন।
দন্ডিত ম্যাংক্রাট মুরং আলীকদম উপজেলার বড় বেতি পাড়ার বাসিন্দা।
বান্দরবানের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইকবাল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজ্ঞ আদালতের রায়ে ২০১৫ পিস ইয়াবা রাখার দায়ে মাংক্রাট মুরং (৪৮) নামের ওই ব্যক্তিকে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় যাবজ্জীবন কারাদন্ড প্রদান এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে বলা হয় অর্থদন্ড পরিশোধে ব্যর্থ হলে আসামীকে আরো ৬ মাস কারাভোগ করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি রাতে আসামী ম্যাংক্রাট মুরং মায়ানমার থেকে পাচার করে ২০১৫ পিস ইয়াবা নিয়ে আসার সময় মেনদং পাড়া চেক পোস্টের কাছাকাছি এলাকায় সেনাবাহিনী ও আনসার সদস্যদের হাতে ধরা পড়ে। এ সময় তার কাছ থেকে নগদ ১৯০০ টাকাও জব্দ করা হয়। পরে তাকে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে মাদক পাচারের মামলা রুজু হয়।