বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে বৃহস্পতিবার রাতে আবারো গোলাগুলির প্রচন্ড শব্দ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, দু’দেশের সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক পিলার নং ৪৭ ও ৪৮ নং আন্তর্জাতিক পিলারের মধ্যবর্তী আরাকানের বেন্ডুলার এলাকা থেকে গোলাগুলির শব্দ তারা পেয়েছেন।
স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তিনি গোলাগুলির শব্দ শুনেছেন।
নাইক্ষ্যংছড়িতে দায়িত্বরত ১১ বিজিবির পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। তবে সীমান্ত বিষয়ে খবরাখবর রাখেন, এমন সূত্রগুলো ধারণা করছেন, মিয়ানমারের জনতা সরকার বিরোধী সশস্ত্র সংগঠন ‘আরাকান আর্মি (এএ)’ এবং রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন ‘রোহিঙ্গা সোলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)’ পক্ষের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটতে পারে।
সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে আরাকান রাজ্যের সীমান্ত ঘেষা প্রায় সব এলাকা আরাকান আর্মির দখলে রয়েছে। ‘আরএসও’ বাহিনী এলাকাটি দখলে নিতে চেষ্টা চালাচ্ছে। এর ফলে তাদের মধ্যে সংঘাতের ঘটনা প্রায়ই ঘটছে।
এদিকে সীমান্তের ওপারে আবারো গোলাগুলির ঘটনা নাইক্ষ্যংছড়ি সীমান্ত জুড়ে জনমনে আতংক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন উপজেলার বামহাটির ছড়া এলাকার বাসিন্দা নুরুল আলম।