বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাতে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে বিজিবির ৩৪ নং ব্যাটালিয়নের সদস্যরা ঘুমধুমের আর্ন্তজাতিক সীমান্ত পিলার ৩২ এর কিছুটা দূরে বাংলাদেশ অংশে অভিযান চালিয়ে মো. রিয়াজ উদ্দিন (১৮) ও মুশফিকুর রহমানকে (১৮) আটক করে। তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আটককৃত মো. রিয়াজ উদ্দিনের বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার বালুখালী হেডম্যান এলাকায় এবং মুশফিকুর রহমান কক্সবাজার জেলার উখিয়ার পালংখালী জুমের পাড়া এলাকার বাসিন্দা।