‘আওয়ামী লগি-বৈঠা হিংস্র তান্ডবে রক্তাক্ত ২৮ অক্টোবর ২০০৬’ স্মরণে সোমবার বিকেলে বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চে এক গণজমায়েত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা আমীর আবদুস সালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, খুনী হাসিনার অপরাধের বিচার কোন সাধারণ আদালতে হতে পারে না। মানবতাবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে খুনি হাসিনা ও তার দোসরদের বিচার হতে হবে।
সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহম্মদ আবুল কালাম, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, জেলা বায়তুল মাল সেক্রেটারি অধ্যক্ষ রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি কলিমুল্লাহ, জামায়াতের সদর উপজেলা সভাপতি মাওলানা বদিউল আলম, উপজেলা সেক্রেটারি এডভোকেট মো: সোলাইমান, আইনজীবী ইউনিটের সভাপতি এডভোকেট মো: আবু তালেব, পৌর দায়িত্বশীল এডভোকেট মো: শাহনাওয়াজ চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা সভাপতি এডভোকেট মো: শাহাদাত হোসেন, পৌর সেক্রেটারি মো: হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ সেক্রেটারি মোহাম্মদ তৌফিকুল ইসলাম, জামায়াত নেতা জয়নাল আবেদীন শাহপরান, মাসুদ করিম জামি এবং ওবায়দুল হক বক্তব্য দেন।
এর আগে ‘রক্তাক্ত ২৮ অক্টোবর ২০০৬’ স্মরণে এক প্রতিবাদী মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।