বান্দরবানসোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সহসায় খুলে দেয়া হবে বান্দরবান সদরসহ ৪ উপজেলার পর্যটন কেন্দ্র

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ৩০, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার ৪টি উপজেলার পর্যটন স্পটগুলো পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে। রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

বুধবার দুপুরে বান্দরবান কালেক্টরেট সভাকক্ষে জেলার পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে জরুরী এক মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রথম পর্যায়ে বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাকে পর্যটকদের ভ্রমণের জন্য নিরাপদ বিবেচনা করে খুলে দেয়া হবে। রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পর ধাপে ধাপে সেগুলোকেও খুলে দেয়া হবে জানান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে পর্যটনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বান্দরবানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য বুধবার এই জরুরী সভা ডাকা হয়। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এতে সভাপতিত্ব করেন। পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার, গোয়েন্দা সংস্থা সমূহের কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও পর্যটন সংশ্লিষ্ট অংশীজন এবং বিভিন্ন সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করেন জেলা প্রশাসক।

সভায় ব্যবসায়ীরা দাবি করেন, করোনাকালীন সময় থেকে গত ৪ বছর ধরে বিভিন্ন সময়ে প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে বান্দরবান পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রগুলো হুমকির মুখে পড়েছে। ব্যাংক থেকে ঋণ নেয়া পর্যটন ব্যবসায়ীরা দেউলিয়া হবার পথে। ক্ষতি পুষিয়ে নেবার জন্য জেলা প্রশাসকের কাছে ব্যাংক ঋণের উপর আরোপিত সুদ মওকুফ এবং ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধির দাবি জানান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।