বান্দরবানবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবাস বাংলাদেশ

প্রতিবেদক
বার্তা বিভাগ
অক্টোবর ৩০, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ গেমসে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

বুধবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় নেপালকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল শিরোপা অক্ষুন্ন রেখেছে।

মনিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমার অসাধারণ দু’টি গোলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্ব ধরে রাখে।

নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিজ দেশের মাটিতে খেলেও বাংলাদেশের লড়াকু কন্যাদের দৃঢ়তায় শিরোপা ঘরে তুলতে পারেনি নেপাল।